Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

Windows এবং Temp ফোল্ডারে প্রবেশ করুন ১০ সেকেন্ডে!

যারা মাউসের চাইতে কিবোর্ড ব্যবহার করতে বেশী পছন্দ করেন তাদের জন্য দুটো কিবোর্ড শর্টকাট দিলাম। এই কমান্ড দুটি ব্যবহার করে মুহুর্তেই Windows এবং Temp ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। Windows ফোল্ডারে প্রবেশ করতে নিম্নের কমান্ড ব্যবহার করুন:

১. Win Key + r টাইপ করুন। Run ডায়ালগ বক্স আসবে। টাইপ করুন %systemroot% তারপর এন্টার দিন। ব্যাস পেয়ে যাবেন Windows ফোল্ডার।

২. Win Key + r টাইপ করুন। Run ডায়ালগ বক্স আসবে। টাইপ করুন %temp% তারপর এন্টার দিন। ব্যাস পেয়ে যাবেন Temp ফোল্ডার।

কোন মন্তব্য নেই: