Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

মাল্টিবুটিং কম্পিউটারে পছন্দের Operating System কে যেভাবে ডিফল্ট করবেন


০১. Run এ গিয়ে টাইপ করুন cmd। এবার এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে।০২. কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি লিখে এন্টার দিন।
attrib -s -h -r c:\boot.ini
০৩. কমান্ড প্রম্পট বন্ধ করে দিন।
০৪. এবার আবার Run এ গিয়ে টাইপ করুন C:\boot.ini এবং এন্টার দিন।
০৫. চিত্রের ন্যায় একটি টেক্সট ফাইল Notepad এ খুলবে।

০৬. এখানে ৩য় লাইনে 'default=' এর পরে যা আছে তা মুছে দিন(সাধারনত থাকে 'multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS' লেখাটি)। এবার আপনি যে Operating System কে ডিফল্ট হিসাবে চান(৫ম লাইন থেকে শুরু করে যে কোনটি) তার multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS অর্থাৎ '=' এর আগ পর্যন্ত অংশটুকু কপি করে পেস্ট দিন।
০৭. Save করে পিসি রিস্টার্ট দিন। দেখুন কাজ হয়েছে কিনা

এছাড়া আপনি ৩০ সেকেন্ড অপেক্ষা করতে না চাইলে ২য় লাইনে 30 এর স্থলে আরো কম একটা সংখ্যা লিখুন।

কোন মন্তব্য নেই: