Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

সিসটেম রিস্টোর খালি করে হার্ড ডিস্কের যায়গা বাড়ান

উইন্ডোজ এক্সপিতে সিস্টেম রিস্টোর নামে একটি অপশন আছে যা মাঝে মাঝে খুবই কাজে দেয়। এটি তারিখ অনুযায়ি পিসির বর্তমান অবস্থার ১টি কনফিগারেশন ফাইল রেখে দেয়, যা পরবর্তিতে যদি আপনার পিসি কোন সমস্যায় পড়ে তাহলে আপনি এই সিস্টেম রিস্টোর থেকে আপনার মনে পড়া শেষ ভাল অবস্থার দিনে পিসিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। এই পদ্ধতির জন্য পিসি তার প্রতিটি ড্রাইভেই সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করে ফলে হার্ড ডিস্কের ১টা অংশ(সর্বোচ্চ ১২%) দখল হয়ে থাকে। বাই ডিফল্ট সিস্টেম রিস্টোর অপশন চালু থাকে এবং রিস্টোরের জন্য প্রতিটা ড্রাইভে যায়গা বরাদ্ধের পরিমান থাকে ১২%। আপনি চাইলে এর রিস্টোরের জন্য যায়গা বরাদ্ধের পরিমান কমাতে পারেন।

এজন্য My Computer এ রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। System Restore ট্যাবে ক্লিক করুন। যে কোন ড্রাইভ সিলেক্ট করে Settings এ ক্রিক করলেই পেয়ে যাবেন কমানোর অপশন। এছাড়া আপনি যখন জানেন যে গত ১০/১৫ দিনে পিসির কোন ঝামেলা হয়নি তাহলে আপনার পিসির সিস্টেম রিস্টোর অপশন বন্ধ করে(Turn off System Restore on all drives এ টিক চিহ্ন দিন) দিয়ে পিসি রিস্টার্ট করুন এবং রিস্টার্টের পর আবার তাতে নতুন করে রিস্টোর অপশন সেট করুন(Turn off System Restore on all drives এ টিক চিহ্ন তুলে দিন) এতে পিসি গত ১৫-৩০ দিনের যে সব রিস্টোর পয়েন্ট সেভ করে রেখে যায়গা দখল করেছিল তা খালি হয়ে নতুন ভাবে রিস্টোর করা শুরু করবে অর্থাৎ আপনার সি তে কিছু খালি হবে। এমনকি চাইলে আপনি স্থায়ীভাবে রিস্টোর অপশন ডিজেবল করে দিতে পারেন এতে হার্ড ডিস্কে বেশ কিছু ফ্রিস্পেস পাবেন।

কোন মন্তব্য নেই: