"Window 7 ব্র্যান্ডিং : Logon Screen এ লগো যোগ করুন" লেখাটি তৈরী করতে গিয়ে খেয়াল করলাম, PrtScn বাটন চেপে Windows 7 এর Logon Screen এর স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। এতো দেখি মহা মুশকিল! কি করা যায় ভাবতে গিয়ে কয়েকটা উপায় মাথায় আসল। রিমোট ডেস্কটপের মাধ্যমে প্রবেশ করে তারপর স্ক্রিনশট নেওয়া। কিন্তু সমস্যা হল একটা পিসিতে সম্ভব নয়, কমপক্ষে দুটো কম্পিউটারে নেটওয়ার্কিং করা থাকতে হবে। অথবা ভার্চুয়াল পিসির মাধ্যমে উইন্ডোজ সেভেন রান করে স্ক্রিনশট নেওয়া। কিন্তু এটাও তেমন কার্যকরী না। কারণ সবকিছু প্রস্তুত করতে কমপক্ষে ১ ঘন্টা সময় নষ্ট হবে। আর একটা স্ক্রিনশট নেওয়ার জন্য একঘন্টা সময় অনেক বেশি ব্যায়বহুল হয়ে যায়।
শেষে উপায় না দেখে গুগলে ঝাপিয়ে পড়লাম :)। শেষ পর্যন্ত একটা ইউটিলিটি পেয়ে গেলাম এই কাজের জন্য। তবে ইনস্টল করলাম আর হয়ে গেল এমন টাইপের নয়, একটু কাঠখড় পোড়াতে হবে। তবে ভয় পাবেন না। আমি এমনভাবে বর্ননা করব, আপনি চোখ বন্ধ করে কাজটা করে ফেলতে পারবেন :)। চলুন শুরু করা যাক।
১. এই লিংক থেকে Win 7 Logon Screen Capture ডাউনলোড করুন।
২. C: -> Windows -> System32 তে Utilman.exe নামে একটা প্রোগ্রাম পাবেন।
৩. Utilman.exe এর উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। Utilman.exe Properties চালু হবে।
৪. Security ট্যাবে ক্লিক করুন। Group or user names: এ Administrators (আপনার পিসির নাম\Administrators) এ ক্লিক করুন। Advanced বাটনে ক্লিক করুন। Advanced Security Settings for Utilman.exe চালু হবে।
৫. Owner ট্যাবে ক্লিক করুন। Edit বাটনে ক্লিক করুন। Change owner to: তে Administrators (আপনার পিসির নাম\Administrators) এ ক্লিক করুন।
৬. Apply -> OK -> OK দিন।
৭. Permissions ট্যাবের অধীনে Permission entries: এ Administrators (আপনার পিসির নাম\Administrators) এ ক্লিক করুন। ChangePermissions... বাটনে ক্লিক করুন।
৮. Permission entries: এ Administrators (আপনার পিসির নাম\Administrators) এ ক্লিক করুন। Edit... বাটনে ক্লিক করুন। Permissions: এর অধীনে Full control Allow এ টিক চিহ্ন দিন। OK -> Apply -> Yes -> OK -> OK -> Ok দিন।
৯. Utilman.exe কে UtilmanBAK.exe নামে রিনেম করুন। Continue ক্লিক করুন।
১০. এবার ডাউনলোড করা Utilman.exe ফাইলটি C: -> Windows -> System32 তে কপি করুন। Continue ক্লিক করুন।
১১. Ctrl+Alt+Delete বাটন চেপে Lock this computer এ ক্লিক করে Logon Screen এ যান।
১২. লগন স্ক্রিনের নিচের বাম কোনায় Ease of Access বাটনে ক্লিক করলেই স্ক্রিনশট সেভ করতে বলবে। সেভ বাটনে ক্লিক করুন। ব্যাস, Windows 7 এর Logon Screen এর স্ক্রিনশট সেভ হয়ে গেল।
এখন কপি করা Utilman.exe ফাইলটি মুছে দিন। এবং রিনেম করা UtilmanBAK.exe কে Utilman.exe নামে রিনেম করুন। Continue ক্লিক করুন। কাজ শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন