অনেকে তাদের পিসির ডেস্কটপকে একদম খালি রাখতে পছন্দ করেন। কিন্তু তার পর ও একটা আইকন কে বাদ দেওয়া যায় না সেটা হল Recycle Bin। কারণ মাঝে মাঝে Recycle Bin খুলতে হয় বা খালি করতে হয়। তাই সব বাদ দেওয়ার পর নির্জন দ্বীপের একাকী বাসিন্দার মত Recycle Bin এর আইকনটি ডেস্কটপে থেকে যায়। এছাড়া ও আবার অনেকেই আছেন যারা একটা ক্লিক কম দিয়ে ও কাজ করতে পারলে সেটাকে অনেক সাশ্রয় মনে করেন। আপনি যদি উল্লেখিত দুই দলের কোন এক দলের হন তাহলে এই লেখাটি আপনার জন্য।
আজ আমরা দেখব কিভাবে Recycle Bin কে System Tray তে নেওয়া যায়। এই জন্য আপনাদেরকে একটা ছোট্ট ফ্রিওয়্যার ইউটিলিটি ডাউনলোড করতে হবে। এ্রর নাম MiniBin। ডাউনলোড করুন এই লিংক থেকে। ইনস্টল করার পর সিস্টেম ট্রে তে রিসাইকেল বিনের একটা আইকন দেখতে পাবেন। যা ডেস্কটপের রিসাইকেল বিন আইকনের মতই কাজ করবে। এখন ডেস্কটপের রিসাইকেল বিন আইকনটি সরাতে হবে। এজন্য নিচের ধাপগুরো অনুসরণ করুন।
১. Winkey(উইন্ডোজের লগো দেওয়া বাটন) এবং r চেপে Run কমান্ড চালু করুন।
২. এবার Run এ নিচের কমান্ডটি কপি করে পেস্ট করুন এবং Enter দিন।
rundll32.exe shell32.dll,Control_RunDLL desk.cpl,,0
৩. Desktop Icon Settings চালু হবে। এবার Desktop icons এর সব টিক চিহ্ন তুলে দিন। অবশ্য আপনি যদি শুধু রিসাইকেল বিন বাদ দিতে চান সেক্ষেত্রে শুধু Recycle Bin থেকে টিক চিহ্ন তুলতে হবে।
৪. Apply -> OK দিন। ব্যাস, ডেস্কটপের শেষ বাসিন্দা ও বিদায় হয়ে গেল :)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন