Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

Window 7 ব্র্যান্ডিং : Logon Screen এ লগো যোগ করুন

আগের লেখায় আমরা দেখেছিলাম কিভাবে উইন্ডোজ সেভেন এর সিস্টেম প্রপার্টিজ এ লগো এবং তথ্য সংযুক্ত করা যায়। আজ দেখব কিভাবে উইন্ডোজ সেভেন এর লগন স্ক্রিনে এ লগো যোগ করা যায়। সাধারনত অনেক ব্র্যান্ডেড ল্যাপটপে উইন্ডোজ সেভেন এর লগন স্ক্রিনের নিচের দিকে এই রকম লগো দেখা যায়। আপনি খুব সহজেই আপনার পছন্দমত লগো বা ইমেজ এখানে সংযুক্ত করতে পারবেন। এই কাজে আপনার প্রয়োজন হবে Windows 7 Logon Branding Changer নামের একটা ছোট ইউটিলিটি সফটওয়্যার। ডাউনলোড করুন এই লিংক থেকে। এটি চালানোর জন্য আপনার পিসিতে Microsoft .NET Framework 4 ইনস্টল করা থাকতে হবে। না থাকলে এই লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। Windows 7 Logon Branding Changer একটি পোর্টেবল সফটওয়্যার তাই ইনস্টল করতে হবে না। চালু করার জন্য Windows 7 Logon Branding Changer এ রাইট মাউস ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন। User Access Control এ Yes ক্লিক করুন। এবার আপনার পছন্দের লগো বা ইমেজটি ৩৬১ x ৫৮ পিক্সেল বা এর কাছাকাছি সাইজের PNG ইমেজ ফাইল হিসেবে সেভ করতে হবে। নিচের কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স লগোটা সেভ করে এটা দিয়ে চেষ্টা করতে পারেন।
এবার Windows 7 Logon Branding Changer এ Load Picture এ ক্লিক করে PNG ইমেজ ফাইলটি দেখিয়ে দিন। Apply এ ক্লিক করুন। Succesfully completed মেসেজ আসবে। OK ক্লিক করুন। এবার কম্পিউটারের লগন স্ক্রিনে গিনে দেখুন লগোটি দেখা যাচ্ছে। লগো মুছে ফেলতে চাইলে Restore এ ক্লিক করুন। Succesfully restored মেসেজ আসবে। OK ক্লিক করুন।

কোন মন্তব্য নেই: