Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ৩ মার্চ, ২০১২

PDF ফাইলের পাশওয়ার্ড ডিলিট করুন খুব সহজেই!

আশা করি pdf সম্পর্কে সবারই পরিস্কার ধারণা আছে। আমরা সবাই জানি pdf হলো Adobe Reader এর ফাইল। pdf ফরমেটের ফাইল অধিক ব্যবহার করা হয় অফিসের নোটিশ পত্রে। কারণ সাধারণত pdf ফাইলগুলো এডিট করা যায় না শুধু প্রিন্ট করা যায়। তবে অনেক সময় দেখা যায় প্রিন্ট করার অপশন ডিজেবল করা থাকে। অর্থাৎ তখন বুঝতে হবে pdf ফাইলটি পাশওয়ার্ড দিয়ে লক বা সুরক্ষা করা আছে। ফলে আপনি প্রিন্ট করতে, কপি করতে, এডিট করতে পারবেন না। তাহলে এখন উপায়? আমি আপনাদের সামনে একটা সফটওয়্যারের পরিচিতি তুলে ধরবো। যেটি দিয়ে আপনারা খুব সহজেই pdf ফরমেটের ফাইলগুলোর পাশওয়ার্ড ডিলিট করতে পারবেন। সফটওয়্যারটার নাম হলো PDF Password Remover । এই সফটওয়্যারটা কিনতে গেলে আপনাকে $59.8 ডলার গুনতে হবে। তবে চিন্তা করার কিছু নাই আমি এটা আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রীতে শেয়ার করছি।

যেভাবে কাজ করবেনঃ

১. সফটওয়্যারটি চালু করুন।
২. এবার Add Files এ ক্লীক করে একটা / একাধিক pdf সিলেক্ট করে open বাটনে ক্লীক করুন

৩. প্রয়োজনে Output Folder নির্বাচন করে দিতে পারেন।

৪. সবশেষে Start বাটনে ক্লীক করুন।
৫. ব্যাস কাজ শেষ! এবার আপনার ফাইলটি চালু করুন। দেখবেন আপনার ফাইলটি সম্পূর্ণ পাশওয়ার্ড মুক্ত হয়ে গেছে।

ডাউনলোডঃ

ডাউনলোড করুন
আশা করি সফটওয়্যারটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ…

কোন মন্তব্য নেই: