Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ৩ মার্চ, ২০১২

ওয়েব সাইট ডিজাইনের কিছু গুরুত্বপূর্ন টিপস।পর্ব-২

সবাই চায় সুন্দর ওয়েব সাইট বানতে।কিন্তু কিছু ভুলের কারনে তা অসুন্দর হয়ে উঠে।আজ আমি আপনাদেরকে কিছু ওয়েব সাইট ডিজাইনের টিপস দেব।যা দিয়ে আপনার আপনাদের সাইটকে সুন্দর ও প্রয়োজনীয় করে তুলতে পারেন।আজ থাকছে ২য় পর্ব।

Custom 404 page তৈরী করুন।

আপনার সাইটের পেজ গুলো Custom 404 page হিসাবে রাখুন।যাতে করে যযেকোন সময়ে আপনার সাইটের কোন সমস্যআ হলে ভিজিটররা সহজেই বুঝতে পারে।এটি দ্বারা যেকোন ভিজিটর সহজেই সমস্যা গুলো বুঝতে পারে।যদি সাইটের পেজ লোডের সময় বিভিন্ন ধরনের error message,Database Error,Account suspend ইত্যাদি দেখায় তাহলে ভিজিটরদের মনে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়।যেমনটি ঘটেছিল টেকটিউনসের বেলায়।Account suspend দেখে অনেকই মনে করেছিল যে টেকটিউনস মনে হয় চিরতরে বাতিল হয়ে গেছে।

ওয়েব সাইটে Favicon ব্যবহার করুন

আপনার ওয়েব সাইটে সুন্দর সুন্দর Favicon ব্যব হার করুন।এতে করে কেউ যখন আপনার সাইটকে বুকমার্ক করবে তখন সে আপনার দেয়াq সুন্ডর Favicon টি দেখতে পাবে।তছাড়া URL বক্সে যখন আপনার সাইটের লিংক দিবেন তখনো এই Favicon টি সবাই দেখতে পাবে।যা একজন ওয়েব ডিজাইনার হিসাবে আপনাকে আরো প্রোফেশনাল করে তুলবে।

কোন মন্তব্য নেই: