সবচাইতে
যে প্রশ্নটা বেশী করে তা হল এডসেন্স বিষয়ক। এডসেন্স ১০০ ডলার হচ্ছে না কবে
হবে, হওয়ার আগেই না ব্যান হয়ে যায়। তাই আমার মতে এর সবচাইতে ভালো সলিউশান
হলো এডব্রাইটে একাউন্ট খোলা। এদের সুবিধা হলো আপনাকে ১০০ পর্যন্ত অপেক্ষা
করা লাগবে না তারা মাত্র ৫ ডলারের চেকও ইস্যূ করে আর অভিজ্ঞদের থেকে শুনেছি
ব্যান হওয়ার ঝুকি যেমন কম তেমনি এডসেন্স এর চাইতে সিপিসি রেটও বেশী। তাই
যাদের ভিজিটর কম বা নিয়মিত না তারা এই লিংকে গিয়ে এডব্রাইট এর একাউন্ট খুলতে পারেন। তবে এডব্রাইটে বিজ্ঞাপন সহজে আসে না এটাই সমস্যা।
এরপর আরেকটা প্রশ্ন আসে যেটা হল এডসেন্স এর
সিটিআর কি পরিমান হলে আপনার একাউন্ট ঝুকিতে থাকে। এর উত্তরে যা বলব সিটিআর
১৫% পর্যন্ত একেবারেই নিরাপদ ( যদিও অনেকে বলেন ১০% কিন্তু আমার বাস্তব
অভিজ্ঞতায় দেখা থেকে বললাম)। আর ২০% এর উপর হলে আপনার একাউন্ট ঝুকিতে তাই
রিপোর্ট করতে পারেন কিন্তু এটাও ব্যান হবার মতো না। ব্যান হয় তাহলে কখন?
গুগল সাধারনত যে সিটিআর পর্যবেক্ষন করে তাতে আপনার সিটিআর যখন ৪২% এ উন্নীত
হয় তখন আপনাকে প্রথম ওয়াচে রাখবে এবং এটা নিয়মিত চললে একাউন্ট ব্যান হবে
তার আগ পর্যন্ত গুগল ওইভাবে ওয়াচে রাখে না। তাই ৪২% যদি না হয় তাহলে আপনার
সিটিআর কমে গেলে আপনি আবার নিরাপদ কিন্তু ৪২% এর বেশী আর তা নিয়মিত চললেই
ব্যান।
আরেকটি যে প্রশ্ন আসে তাও এডসেন্স বিষয়ক সেটা হল বাংলাদেশে চেক জমা দেয়ার কতদিন পর বুঝবে টাকা এসেছে। এটা জানতে এই লিংকে যান। এখানে গিয়ে সাইন ইন করে আপনার ওই মাসের ডিটেইলসে যান।
এখানে চিহ্নিত অংশে দেখুন ক্লিয়ারেন্স ডেট
দেয়া আছে যখন এটা শো করবে বুঝবেন আপনার ব্যালান্স চলে এসেছে তবে ব্যাংকের
গড়িমসির জন্য এই তারিখ থেকে কিছুদিন দেরীও হতে পারে।
আরেকটা প্রশ্ন অনেকে করে ফ্রি হোস্টীয়াতে সাইন ইন করার পর সেখানে
স্ক্রীপ্ট গুলো কিভাবে ইনস্টল করবেন তা বুঝতে পারেন না। এজন্য নিচের
চিত্রটি দেখুন।
চিত্রটির মতো আপনার ফ্রি হোস্টীয়া একাউন্টে
সাইন ইন করে ওয়েবটুলস থেকে এলিফ্যান্ট ফ্রি স্ক্রীপ্টে ক্লীক করুন দেখবেন
ওয়ার্ডপ্রস, জুমলা, পিএইচপি বিবি সহ প্রচুর সিএমস টুল আপনার পছন্দের
স্ক্রীপ্টটি শুধুমাত্র ক্লিক করেই ইনস্টল করতে পারবেন।
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন