Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ৩ মার্চ, ২০১২

ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেটে ইনকাম ও বাস্তবতা

ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেটে ইনকাম ও বাস্তবতা নিয়ে এই পোষ্টে আলোচনা করবো। তবে শুরু করি বকবকানি।
  • প্রথমেই বলি আমারা অনেকেই লিংক দেই সার্চ ইঞ্জিনে পেজ সাবমিট করার জন্য। কিন্তু বাস্তবতা হল যারা ইন্টারনেটে পেজ তৈরী করতে পারে তারা কি ওই লিংক গুলো জানেনা?
  • পেজ সাবমিট করার পরই আমরা ভাবতে শুরু করি এই বুঝি সার্চ থেকে সবাই এসে পড়লো কিন্তু বাস্তবতা হলো এক একটি কী-ওয়ার্ড এর জন্য আছে আছে লক্ষ লক্ষ পেজ সেখানে সাবমিট করে রাতারাতি প্রথম ১০০ তেও আসার সম্ভাবনা নেই বললেই চলে।
  • অনেকে আবার বলে থাকেন সার্চে যাদের অবষ্থান ভালো তাদের দূর্বল দিক অতিক্রম করলেই আপনি হিট। কিন্তু সার্চে যারা প্রথমে থাকে তাদের পেজ র্য্যাংক অনেক ভালো থাকে যতই আপনি তাদের দূর্বলতা বের করুন না কেন তাদের পেজ রেংক তো আর একদিনে পাবেন না।
  • হয়তো কেউ কেউ অখ্যাত বা নিজের বানানো একটি কী ওয়ার্ডে এক নাম্বারে এসে আনন্দে উদ্বেলিত কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন একটি মাত্র কী-ওয়ার্ড(যদি অত্যাধিক জনপ্রিয় না হয়) এ ভাল ফল করে খুব একটা সাফল্য পাবার সম্ভাবনা থাকে না।
  • ব্লগিং করে আয়ের যে ক্রেজ চলছে তাতে গৃহবধু বা বাচ্চা ছেলে পেলেও ব্লগিং করে সাফল্য পাবে এরকম কথা অনেকে বললেও বাস্তবতা হল যেখানে আজকাল একটু প্রযুক্তি সচেতন হলেই সবাই নিজের ব্লগ খোলে সেখানে একজন গৃহবধু সেই প্রতিযোগীতায় কতটা টিকবে তা একটু সচেতন হলেই সবাই বুঝবে।
  • আবার প্রমান হিসেবে অনেকে বলতে পারেন মাইকেল জ্যাকসন মৃত্যুর পর তাকে নিয়ে ব্লগ খুলে শুরুতেই বিশাল সাফল্য কিন্তু বাস্তবতা হল মাইকেল জ্যাকসন এর মত সেলিব্রেটি মৃত্যুর পর তাকে নিয়ে যে পরিমানে সার্চ হয়েছে তাতে বেশ কিছু ভিজিটর পাওয়া খুব কঠিন কিছু না। তাই বলে কি রোজই এরকম সেলিব্রেটি মৃত্যুর মত বিশ্ব কাপানো ঘটনা ঘটবে যা নিয়ে ব্লগিং করেই ১০০০/২০০০ ভিজিটর আসবে।
  • আবার অনেকে বলতে পারেন যে কোন বিষয় নিয়েই ব্লগিং করে সাফল্য নিশ্চিত কিন্তু মানুষের কাজে আসে না এমন তথ্য নিয়ে যদি ব্লগ না করেন তবে কতটা সাফল্য পাবেন?
আসলে আজকাল অনেকেই ব্লগিং করে আয়ের ব্যাপারে আগ্রহী তাই তাদের কিছু টিপস দিতেই এই পোষ্টটি করা যা আমার অলস মস্তিষ্কের আজাইরা কিছু চিন্তা ছাড়া আর কিছু নয় এর সাথে যদি কারো কোন মিল থেকে থাকে তবে তা নিতান্তই কাকতালীয়।

কোন মন্তব্য নেই: