Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ৩ মার্চ, ২০১২

Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই



ইন্টারনেটকে বাইরের দেশের অনেকেই টাকা উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এমনকি এটা মানুষের অন্যতম একটা পেশা হিসেবে রূপ নেয়েছে। কিন্তু এদিক দিয়ে বাংলাদেশের মানুষ অনেক পিছিয়ে আছে। ইন্টারনেটে আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। কিন্তু গুগলে কাজ করাটা অনেক কঠিন। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। ওয়েব সাইট বানানো, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে হয়। চরম প্রতিযোগিতার সন্মুখীন হতে হয়। কষ্ট বেশী, টাকাও বেশী। কিন্তু যাদের এত সময় নেই বা এত ঝামেলার মাঝে যেতে চান না, তাদের জন্য আছে PTC বা Paid To Click সাইটগুলো। কিন্তু এখানেও আছে ঝামেলা। কারন ইন্টারনেটে সার্চ দিলে কয়েক লক্ষ PTC সাইট খুজে পাওয়া যাবে যাদের ৯৯% ভুয়া, scam সাইট। আপনি কষ্ট করে কাজ করবেন আর পরে কোনো টাকা পাবেন না যদি খোজ না নিয়ে কাজ শুরু করেন। কোনো সাইট scam কিনা তা বের করার জন্য অনেক investigation সাইট আছে। সেখানে নিয়মিত trusted ও scam list update করা হয়ে থাকে। তাছাড়া গুগলে গিয়ে ওই সাইটের নাম লিখে সাথে scam লিখে সার্চ দিলে তা scam কিনা সেই সম্পর্কে জানা যাবে।
Trusted সাইট যারা নিয়মত member দের টাকা দিয়ে থাকে তার কিছু লিস্ট দিলাম।
banner1 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
banner2 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
banner Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
logo Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
(Bux-Matrix home page এর নিচের দিকে Purchase the New Membership Now এ ক্লিক করলে free registration পেজ ওপেন হবে)
ban3 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
logo Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
earnbzbanner Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
banner1 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
banner4 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
banner1 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
banner2 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
banner1 Paid To Click (PTC) সাইটের মাধ্যমে আয় করুন ঘরে বসেই | Techtunes
এখন কথা হচ্ছে আপনি মাসে কত টাকা উপার্জন করতে পারবেন?
এর কোন উত্তর নেই। আপনি যত পরিশ্রম করবেন তত বেশী আয় করতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি।
প্রতিটি এড এর জন্য আপনি ০.০১ ডলার করে পাবেন। প্রতিটি সাইটেই registration এর পর আপনাকে referral link দেয়া হবে। সেই লিঙ্কের মাধ্যমে আপনি অন্যকে রেফার করতে পারবেন। আপনি যাদের রেফার করবেন, তারা যখন এড দেখবে, তার প্রতিটার জন্য আপনি পাবেন ০.০০৫ ডলার। তারমানে কিন্তু এই না যে আপনি রেফার করে চুপচাপ বসে থাকবেন আর তাদের ক্লিকের জন্য আপনি টাকা পাবেন। যেদিন আপনি কোনো এড দেখবেন না, সেদিন যদি আপনার রেফার এড দেখে আপনি ০.০০৫ ডলার পাবেন না। সোজা কথায়, যেদিন আপনি নিজে এড দেখবেন শুধুমাত্র সেদিন রেফার ক্লিক থেকে টাকা পাবেন। সেজন্য আপনাকে প্রতিদিন এড দেখতে হবে।
মোটামুটি ১০টার মত সাইটে কাজ করা উচিত।
১০টা সাইটে প্রতিদিন গড়ে ৪টি করে এড দেখলে আপনার নিজের কাজের জন্য পাবেন ০.৪০ ডলার। আর আপনার পাশাপাশি আপনার রেফার দের ৫ জনকে ধরলাম যারা নিয়মিত প্রতিদিন এড দেখবে। তাহলে রেফার ক্লিক থেকে আপনি পাবেন ৫X৪x১০X০.০০৫=১.০০ ডলার।
তারমানে আপনার প্রতিদিনের আয় ১.৪০ ডলার।
আপনার মাসিক আয় ৪২ ডলার যা বাংলাদেশী টাকায় ৩০০০ টাকার মত।
কিন্তু আপনি যদি আরো বেশী রেফার করতে পারেন তাহলে আপনার আয় কত হতে পারে সে হিসাব আপনি নিজেই করে দেখুন।
নিয়মঃ
..প্রথমেই AlertPay তে একাউন্ট খুলতে হবে, যার মাধ্যমে আপনি চেক পাবেন।                                   ..AlertPay তে একাউন্ট খুলতে ফ্রেশ মেইল এড্রেস ব্যবহার করুন । এক্ষেত্রে AlertPay Personal Pro একাউন্ট খুলুন।
..সাইটগুলোর নামে right click করে অন্য ট্যাবে ওপেন করুন।
..ইউজার নেম, পাসওয়ার্ড, মেইল এড্রেস ও AlertPay I.D. (যে মেইল দিয়ে AlertPay একাউন্ট খুলেছেন) দিয়ে রেজিস্ট্রেশন করুন।
..মেইল বক্স চেক করে একাইন্ট confirm করুন
..এবার লগ ইন করে view ads/advertise বাটনে ক্লিক করুন]
..কিছু এড পাবেন যেগুলোতে ক্লিক করলে তা অন্য পেজে ওপেন হবে।
..২০-৩০ সেকেন্ড পর নিয়মানুযায়ী পেজ ক্লোজ করে ২য় এড দেখুন।
সাবধানতাঃ
..একটি সাইটে একসাথে একটির বেশী এড দেখতে পারবেন না, তবে একাধিক সাইটের এড একসাথে দেখতে পারবেন।
..একটি কম্পিউটার থেকে একটির বেশী একাউন্ট খুলতে পারবেন না, খোলার চেস্টা করলে একাউন্ট ব্যান হবার সম্ভাবনা আছে।
প্রতিটা সাইটে cash out এর জন্য কিছু limit আছে। সাধারনত ২ ডলার হয়ে থাকে। একাউন্ট খোলার আগে আপনাকে আর একটা কাজ করতে হবে, আর তা হলো Alert Pay তে একটা একাউন্ট খুলতে হবে। Alert Pay আপনাকে online banking এর সুবিধা দিবে। যে সাইটগুলোর নাম দিয়েছি সবগুলোই Alert Pay সাপোর্ট করে। আপনার balance যখন cash out করার জন্য নির্দিষ্ট সীমায় যাবে, তখন আপনি cash out এর জন্য request করবেন আপনার সাইট একাউন্ট থেকে। balance transfer হতে সাধারনত ১-২ দিন লাগে। টাকা চলে যাবে আপনার Alert Pay একাউন্টে। আপনি তখন Alert Pay তে request করবেন আর তা চেক হিসেবে আপনার ঠিকানায় চলে আসবে যে ঠিকান আপনি Alert Pay তে একাউন্ট খোলার সময় দিয়েছিলেন। চেক আপনি বাংলাদেশের যেকোন ব্যাঙ্কে জমা দিতে পারবেন।
বিঃ দ্রঃ যারা গুগল নিয়ে কাজ করার সময় পান না বা যারা এর চেয়ে সহজ কোনো পথ খুজছেন তাদের জন্য এই টিউনটি করলাম। আর এই টপিক নিয়ে এর আগে কিছু টিউন দেখেছিলাম যেগুলোর প্রায় সবগুলোই scam site ছিল। অনেক সাইট আছে যারা per click ১-১০ ডলার পর্যন্ত দেয়ার কথা বলে। এক্ষেত্রে common sense apply করলেই বুঝবেন যে টাকা আয় এত সহজ না। তারপরও যে সাইটগুলোর কথা বলেছি তারা trusted এখন পর্যন্ত। আর আমি নিযে অনেকগুলো সাইট থেকে cash out করে টাকা AlertPay তে transfer করে রেখেছি। অপেক্ষা করছি ১০০ ডলার হলেই AlertPay থেকে চেক নিব। কারন চেক পাঠাতে কয়েক ডলার কেটে নেয়া হয়।

কোন মন্তব্য নেই: