Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ১৮ মার্চ, ২০১২

IDM এর SPEED বাড়ানো

যুগ এখন idm এর। আজকে idm এর স্পিড কিভাবে বাড়ানো যায় তা দেখাব।
প্রথম idm এর option এ গিয়েconnection এ ক্লিক করুন।
idm speed up
connection type এ গিয়ে LAN 10MBS আর তারপরে defult max conn. number এ 16 দিয়ে OK করুন। ব্যাস খেল খতম।
আমার স্পিড ২০ KB এর মতো বেড়েছে । এটা সার্ভার আর CONNECTION এর উপর নির্ভরশীল । আমি 6.07 এ টেস্ট করেছি। এটা মুলত ফাইল টা কে ১৬ ভাগ করে ফেলে ডাউনলোড করে । তাই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তার সার্ভার স্পিড বেশি হলেই শুধু স্পিড বাড়বে। আমার কয়েকটা ওয়েবসাইট এ কাজ করেছে।
অনেক ধন্যবাদ সবাইকে .

কোন মন্তব্য নেই: