ইন্টারনেটে দোকান বা অনলাইন শপ (Online Shop) এ আপনি এমন কিছু নেই যা
আপনি বিক্রি করতে পরবেননা। আপনি বৈধ যে কোন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন
আপনার অনলাইন শপ থেকে। অনলাইন শপ এর কিছু সুবিধা নিম্নে দেয়া হল-
এই সাইট গুলি মূলত যেসব বাংলাদেশী বিদেশে থাকেন তাদেরকে লক্ষ্য করে বানান। কিন্ত আমার মতে প্রোডাক্ট (Product) বিক্রি বা ই-কমার্স ওয়েব সাইট হওয়া উচিত সারা পৃথিবীর জন্য। আপনি আপনার নিজের ই-কমার্স ওয়েব সাইট বানালে ও হোষ্ট করলে কিছু সমস্যায় পড়তে পারেন যা নিম্নরুপ-
উপরক্ত সাইট দুটিতে আপনি ফ্রি বা সামান্য কিছু টাকা প্রদান করে আপনি আপনার ই-কমার্স ওয়েব সাইট বা অনলাইন শপ খুলতে পারেন। সাইট দুটিতে নতুন ব্যবহারকারিদের জন্য সুন্দর হেল্প ফাইল আছে। ই-বে বা আমাজন এ অনেক বাংলাদেশী পণ্য বিক্রি হয়, কিন্ত দূ্র্ভাগ্য বসত প্রায় সব বিক্রেতায় বিদেশী (not based on Bangladesh)। কিছু উদাহরণ- www.ebay.ca তে লগ অন করুন, প্রোডাক্ট টাইপ=All Categories, কি-ওয়ার্ড =Bangladesh এবং সার্চ বাটনে ক্লিক করুন, দেখুন বাংলাদেশী পণ্য বিক্রি হয় অনলাইনে কিন্ত product Location এ দেখুন সব অন্য দেশের নাম। আসুন আমাদের পণ্য আমরা বিক্রি করি। নিম্নে একটি ছবি দেয়া হল-
ই-বে (www.ebay.com) এবং আমাজন (www.amazon.com) আমেরিকা ভিত্তিক কোম্পানি, তবে পৃথিবীর বিভিন্ন দেশে এদের ভিন্ন সাইট আছে যেমন কানাডার জন্য www.ebay.ca ও www.amazon.ca। তবে আপনি ই-বে বা আমাজন ডট কম সাইটে সদস্য/ অ্যাকাউন্ট করলে ই-বে বা আমাজন এর আন্তর্জাতিক সাইট গুলিও অ্যাকসেস করতে পারবেন। আর দেরী না করে আজকেই খুলে ফেলুন আপনার আন্তর্জাতিক মানের ই-শপ ই-বে বা আমাজন ডট কম সাইটে।
- অনলাইন শপ ২৪/৭ খোলা রাখা যায় ( আপনি রাতে ঘুমালেও আপনার শপ খোলা থাকবে।)
- অনলাইন শপ এ আপনার মুলধন সামান্য লাগে যেমন : ইন্টারনেট, কম্পিউটার, (সাইবার ক্যাফে থেকেও সম্ভব)
- রক্ষণাবেক্ষণ খরচ (যেমন বিদ্যুত বিল বা এরকম) নেই বললেই চলে।
কি ভাবে অনলাইন শপ খুলবেনঃ
পদ্ধতি-১
আপনি নিজের একটি প্রোডাক্ট (Product) বিক্রি বা ই-কমার্স ওয়েব সাইট হোষ্ট ( Host ) করতে পারেন। বাংলা দেশের এরকম কিছু সাইট আছে যেমন-এই সাইট গুলি মূলত যেসব বাংলাদেশী বিদেশে থাকেন তাদেরকে লক্ষ্য করে বানান। কিন্ত আমার মতে প্রোডাক্ট (Product) বিক্রি বা ই-কমার্স ওয়েব সাইট হওয়া উচিত সারা পৃথিবীর জন্য। আপনি আপনার নিজের ই-কমার্স ওয়েব সাইট বানালে ও হোষ্ট করলে কিছু সমস্যায় পড়তে পারেন যা নিম্নরুপ-
- আপনি যদি নিজে ই-কমার্স ওয়েব সাইট বানাতে না জানেন তাহলে সাইট বানানোর খরচ।
- ই-কমার্স ওয়েব সাইট হোষ্ট (আই. এস. পি.)এর খরচ
- ক্রেতা বা পরিদর্শক (visitor ) এর সংখ্যা বাড়াতে প্রচার সংক্রান্ত খরচ
পদ্ধতি-২
পৃথিবীর দুটি সর্বাধিক প্রচলিত এবং ব্যবহ্রত ই-কমার্স ওয়েব সাইট হল-উপরক্ত সাইট দুটিতে আপনি ফ্রি বা সামান্য কিছু টাকা প্রদান করে আপনি আপনার ই-কমার্স ওয়েব সাইট বা অনলাইন শপ খুলতে পারেন। সাইট দুটিতে নতুন ব্যবহারকারিদের জন্য সুন্দর হেল্প ফাইল আছে। ই-বে বা আমাজন এ অনেক বাংলাদেশী পণ্য বিক্রি হয়, কিন্ত দূ্র্ভাগ্য বসত প্রায় সব বিক্রেতায় বিদেশী (not based on Bangladesh)। কিছু উদাহরণ- www.ebay.ca তে লগ অন করুন, প্রোডাক্ট টাইপ=All Categories, কি-ওয়ার্ড =Bangladesh এবং সার্চ বাটনে ক্লিক করুন, দেখুন বাংলাদেশী পণ্য বিক্রি হয় অনলাইনে কিন্ত product Location এ দেখুন সব অন্য দেশের নাম। আসুন আমাদের পণ্য আমরা বিক্রি করি। নিম্নে একটি ছবি দেয়া হল-
ই-বে (www.ebay.com) এবং আমাজন (www.amazon.com) আমেরিকা ভিত্তিক কোম্পানি, তবে পৃথিবীর বিভিন্ন দেশে এদের ভিন্ন সাইট আছে যেমন কানাডার জন্য www.ebay.ca ও www.amazon.ca। তবে আপনি ই-বে বা আমাজন ডট কম সাইটে সদস্য/ অ্যাকাউন্ট করলে ই-বে বা আমাজন এর আন্তর্জাতিক সাইট গুলিও অ্যাকসেস করতে পারবেন। আর দেরী না করে আজকেই খুলে ফেলুন আপনার আন্তর্জাতিক মানের ই-শপ ই-বে বা আমাজন ডট কম সাইটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন