ব্লগস্পটের ব্লগে প্রতিটি পোস্টেই তারিখ, লেখকের নাম, কমেন্ট সংখ্যা
থাকে। আবার লেবেল থেকে দেখা যায় কোন বিষয়ে কয়টি লেখা। কিন্তু অনেকেই চান না
তাদের পোস্টে এগুলো দেখাতে। একাজটি খুব সহজেই করা যায়।
এজন্য প্রথমেই যে ব্লগের জন্য এটা করতে চান তার লেআউট পেজে যান তারপার নিম্নের দেখানো অংশে যা ব্লগে পোস্টের এডিট মেন্যু। আর যদি চান লেবেলে পোস্টের সংখ্যা দেখাবেন না বা লেবেল কে মন্যু বা অন্য কোন নাম দেবেন তাহলে একইভাবে লেবেল এর এডিট অপশনে যান তারপর নিচের মত পপ আপ উইন্ডো ওপেন হবে।
এবার এখান থেকে লেবেল কে অন্য কোন নাম দিতে
পারেন আর লেবেলে পোস্টের সংখ্যা যদি দেখাতে না চান তাহলে নিচের বক্সটি
আনচেক করে দিলেই হবে। তারপর যথারীতি সেই সেভ।
|
সময় যতই বাড়ছে প্রজক্তি ততই এগুচ্ছে আর এই প্রজক্তির সাথে পরিচয় করে দিতে আমি আছি আপনাদের সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন