Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ৩ মার্চ, ২০১২

পেপ্যাল ভেরীফাই হয়নি তাই বলে কি ডোমেইন-হোস্টিং কেনা বন্ধ থাকবে? জানুন আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন ও হোস্টিং কেনা যায় কোথা থেকে

বাংলাদেশ থেকে অনেকেই অনলাইনে বিভিন্ন কাজ করে পেপ্যালে অর্থ পান বা বিভিন্ন ভাবে তাদের পেপ্যাল একাউন্ট রিচার্জ করে থাকেন অনলাইনে নিজেদের ডোমেইন বা হোস্টিং কেনার জন্য। কিন্তু সমস্যাটা হল বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট না করায় অনেকের পেপ্যাল একাউন্টই ভেরীফাই না। আর অনলাইনে বেশীরভাগ কেনাকাটা করতেই যেহেতু পেপ্যাল লাগে তাই তাদের আসল কাজটাই আর করা হয় না। তবে আজ আমি কিছু সাইটের নাম শেয়ার করব যেখান থেকে আনভেরীফায়েড পেপ্যাল দিয়েও ডোমেইন বা হোস্টিং কেনা যায়।

নেমচিপ ডট কম

আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে যেসব জায়গা থেকে ডোমেইন কেনা যায় তারমধ্যে এটিই সবচেয়ে বেশী পরিচিত এবং সবচেয়ে ভাল।

ডোমেইন সাইট ডট কম

এখানে শুধু আনভেরীফায়েড পেপ্যাল দিয়েই কেনা যায় তাই না ইয়াহূর পর এখানেই সম্ভবত সবচেয়ে কমদামে ডোমেইন পাওয়া যায়। সব মিলিয়ে এই সাইটটিও ডোমেইন কেনার জন্য বেশ ভাল।

ফ্যাটকাউ

নামকরা হোস্টিং কোম্পানী ফ্যাটকাউ আনভেরীফায়েড পেপ্যাল একসেপ্ট করে। তবে এখানে দামটা একটু বেশী।

এক্সপ্রেস ডোমেইন

এখান খেকে আনভেরীফাই পেপ্যাল ছাড়াও এলার্টপে এবং মানিবুকারস দিয়েও ডোমেইন কেনা যায়। এরা মূলত ইয়াহূর রিসেলার তবে এখানে দাম বেশ কম।

ডাইনা ডট

এই সাইটটিও ডোমেইন এর জন্য ভাল এবং এখানে আনভেরীফায়েড পেপ্যাল এর পাশাপাশি মানিবুকারস এও পেমেন্ট করার সুবিধা আছে।
Free Image Hosting
এছাড়াও আনভেরীফায়েড পেপ্যাল দিয়ে ডোমেইন কেনা যায় এরকম আরো কিছু সাইট হলঃ
আশা করি এখন খেকে আপনাকে পেপ্যালের টাকাও আর অলস বসিয়ে রাখতে হবে না আর ডোমেইন কেনার জন্যও অন্য কারো কাছে দৌড়াতে হবে না।

কোন মন্তব্য নেই: