Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ৩ মার্চ, ২০১২

ইয়াহু ১.৯৯ ডলারের ডমেইন কিনতে হলে সাবধান, আগে জেনে নিন অপ্রিয় সত্যটি

অনেকেই জানেন, ইয়াহু মাত্র ১.৯৯ ডলারে ডমেইন দিচ্ছে, প্রায় কয়েক বছর হয়ে গেল এই অফার চলছে তো চলছেই। প্যাকেজ অনুযায়ী, নতুন গ্রাহকরা পাবেন প্রথম বছরের জন্য ১.৯৯ ডলারে একটি ডমেইন, এছাড়া প্যাকেজে একাধিক বৎসরের জন্য ডমেইনের মূল্য এইরকম – ২ বৎসরের জন্য ১১.৯৪ ডলার (প্রথম বছরে ১.৯৯ + দ্বিতীয় বছরে ৯.৯৫); ৩ বছরের জন্য ২১.৮৯ ডলার (প্রথম বছরে ১.৯৯ + পরের দুই বছরে ৯.৯৫ প্রতি বছরে); ৫ বছরের জন্য ৪১.৭৯ ডলার (প্রথম বছরে ১.৯৯ + পরের চার বছরে ৯.৯৫ প্রতি বছরে)। কিন্তু এর পরে কি হবে???
আপনি ১ বছরের জন্য ডমেইন নেন, কিম্বা ৩ অথবা ৫ বছরের জন্য – মেয়াদ শেষ হলেই তখন প্রতি বছরে ৩৪.৯৫ ডলার করে দিতে হবে!!! সারা পৃথিবীতে এতো চড়া দামে অন্য কোনো ডমেইন বিক্রেতা .com/net/org/info ডমেইন বিক্রি করেনা। শুধুমাত্র প্রথম বছরে ১.৯৯ ডলার দামের অফারে কেউ ডমেইন নিলেই এই গলাকাটা দামের অফারেও পড়বেন তারা।
এই ফাঁদে পা দেওয়ার আগে ভালো করে ভেবে নেবেন! প্রথম বছরে মাত্র ১.৯৯ ডলার, এই লোভ করলে মেয়াদ শেষে বাড়তি ২৫ ডলার করে খেসারত দিতে হবে প্রতি বছরে। তখন পালিয়ে বাঁচার জন্য ডমেইন ট্রান্সফার করতে  হবে বাধ্য হয়ে।
YahOOO! It’s yoUUU :P
yahoo domains
yahoo domains

কোন মন্তব্য নেই: