Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

ফাইল লুকানোর অপশন হারিয়ে গেলে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন থেকে ফাইল লুকানোর অপশনটি অদৃশ্য হয়ে যায়। এরকম হলে “Start/Run” এ গিয়ে “Regedit” লিখে এন্টার চাপুন। এখন HKEK_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrent VersionExploreradvanced অপশনে যান এবং ডান পাশের মেনু থেকে Hidden অপশনে দুবার ক্লিক করুন। এরপর value data হিসেবে 1 লিখে Ok করুন। তাহলেই দেখবেন ফোল্ডার অপশন ফিরে এসেছে।

কোন মন্তব্য নেই: