আসসালামু আলাইকুম, কেমন চলছে আপনাদের
দিনকাল? আশা করি পরিবারের সবাইকে নিয়ে খুবই ভাল চলছে। ভাল থাকবেন ও ভাল
রাখবেন আপনার পাশের মানুষটিকে। আজ থেকে আপনাদের সাথে শেয়ার করব মজার মজার
টিপস। আশা করি সবাই সাথেই থাকবেন।
অনেক সময় আমরা আমাদের বন্ধুদের আমাদের ফেইসবুক একাউন্ট ও পাসওয়ার্ড দেই
বা আপনার একাউন্টটি যদি হ্যাক হয়, তারপর আপনি এটা উদ্ধার করবেন। এখন আপনি
যদি চান, তাহলে আপনি দেখতে পারবেন কে, কখন, কোথা থেকে আপনার একাউন্টটি
লগইন করেছে। দেখতে চান? তাহলে দেখুন………..- প্রথমে আপনার একাউন্টে প্রবেশ করুন।
- এবার এখানে যান Account – Account Settings
- এবার পেজের নিচে আসুন।
- এখানে Account Security এর সামনের change এ ক্লিক করুন।
- এবার নতুন পেজের নিচের Account Activity তে আপনি আপনার ইতিমধ্যের সকল লগইন গুলো দেখাবে।
- Most Recent Activity তে সর্বশেষ লগইনটি দেখাবে। এছাড়াও অন্যান্যগুলোও দেখতে পাবেন।
- এখানে দেখুন কে লগইন করেছে আপনার একাউন্টটি
- আপনার একাউন্টে কেউ প্রবেশ করার সাথে সাথে আপনাকে একটি ইমেইলে বা sms এ পাঠাবে ফেইসবুক। এটা করতে এখানে যান
Account ––> Account Settings ––> Account Security ––> Login Notifications
- এবার আপনার প্রয়োজনীয়টা নির্বাচন করে করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন