Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

Wireless Router/Access Point ছাড়াই তৈরী করুন আপনার Wi-Fi Hot Spot

ওয়াইফাই প্রযুক্তি বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ল্যাপটপ, আইপড, আইফোন, এন্ড্রয়েড ফোন সহ বিভিন্ন স্মার্টফোনেই বিল্টইন ওয়াইফাই রয়েছে। ওয়াইফাই ডিভাইসগুলোতে ইন্টারনেট ব্রাউজিং এবং নেটওয়ার্কিং জন্য Wi-Fi Hot Spot এ কানেক্ট হতে হয়। এই জন্য সাধারনত Wireless Router অথবা Wireless Access Point ব্যবহার করতে হয়। তবে আজকে আমরা দেখব Wireless Router/Access Point ছাড়াই কিভাবে Wi-Fi Hot Spot তৈরী করা যায়।
এই জন্য আপনার প্রাথমিকভাবে প্রয়োজন হবে Windows 7 অথবা Windows 2008 R2 সম্বলিত ওয়াইফাই ফিচারসহ একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ। আপনার ল্যাপটপটা যদি গত ২/৩ বছরের মধ্যে যদি কিনে থাকেন তাহলে ওয়াইফাই ফিচারের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন :)। আর ডেস্কটপের ক্ষেত্রে হয়ত আলাদা ওয়্যারলেস ল্যান কার্ড কিনতে হতে পারে। এরপর প্রয়োজন হবে Virtual Router নামের ছোট্ট একটা ফ্রিওয়্যার সফটওয়্যার। ডাউনলোড করুন এই লিংক থেকে। ইনস্টল হয়ে গেলে Virtual Router চালু করুন। Network Name (SSID) তে যে নামে সবাই এই Wi-Fi Hot Spot কে দেখতে পাবে তা লিখুন। যেমন: CAEBDHotSpot। এরপর Password এ একটা পাসওয়ার্ড দিন যা আপনার Wi-Fi Hot Spot এ কানেক্ট করার সময় চাইবে। পাসওয়ার্ড কমপক্ষে ৮ অক্ষরের হতে হবে। Shared Connection এ আপনার পিসি যে কানেকশনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত তা সিলেক্ট করতে হবে। তবে তা সাধারনত Virtual Router সফটওয়্যার নিজেই করে নেয়। এবার Start Virtual Router বাটনে ক্লিক করুন। আপনার Wi-Fi Hot Spot চালু হয়ে যাবে। এখন অন্যান্য ওয়াইফাই এনাবলড ডিভাইস থেকে এই Wi-Fi Hot Spot এ কানেক্ট হতে পারবে। এবং আপনার পিসির ইন্টারনেট কানেকশন ও শেয়ার করতে পারবে।

কোন মন্তব্য নেই: