Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

Windows XP Professional এর একটিমাত্র Activation Serial Original Key যা আপনার উইন্ডোজকে জেনুইন করবে কোন সফটওয়্যার ছাড়াই

Windows XP Professional এর একটিমাত্র Activation Serial Original Key যা আপনার উইন্ডোজকে জেনুইন করবে কোন সফটওয়্যার ছাড়াই

আমারা উইন্ডোজ এক্সপি ইন্সটল এর সময় নানা ধরণের প্রোডাক্ট সিরিয়াল কী ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের ওই সিডি বা ডিভিডি 
এর পেছনের কভারে যে সিরিয়াল কী থাকে তা সাধারানত উইন্ডোজ এক্সপিকে জেনুইন করে না অরিজিনাল সিরিয়াল নম্বর নয় বলে। 
ফলে আমাদের উইন্ডোজ এক্সপিকে জেনুইন করতে প্রত্যেকবার ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড বা নানা ধরণের সফটওয়্যার ব্যবহার 
করতে হয়। যা অনেক জামেলার আমি মনে করি।
আমি এ সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে একটিমাত্র উইন্ডোজ এক্সপি প্রোফেসনাল এর অরিজিনাল কী দিবো যা আপনাকে উইন্ডোজ 
এক্সপিকে জেনুইন করবে কোন সফটওয়্যার ছাড়াই। এতে সুবিধা হল যে আপনার উইন্ডোজ এক্সপি ইন্সটল হওয়ার পর কখনো আপনাকে জেনুইন 
করতে বলবে না বা উইন্ডোজ ওপেন করার পর কোন ব্লাঙ্ক উইন্ডো বা নোটিফিকেশান শো করবে না। উইন্ডোজ আপডেট হবে সব সময় সয়ংক্রিত ভাবে।
তাই এই মূল্যবান কী টি দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন।    
ডাউনলোড লিঙ্কঃ
http://www.ziddu.com/download/16771125/GeniuneSerialForWindowsXPByBaDHaNGSmBD.txt.html 

কোন মন্তব্য নেই: