Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

Window 7 ব্র্যান্ডিং : System Properties এ লগো এবং তথ্য যোগ করুন

অনেক ব্র্যান্ডেড ল্যাপটপে উইন্ডোজ সেভেন এর সিস্টেম প্রপার্টিজ এ গেলে দেখবেন এই ব্র্যান্ডের লগো এবং তথ্য দেওয়া আছে। আপনি খুব সহজেই এই কাজটা আপনার উইন্ডোজ সেভেনে করতে পারবেন। আবার উল্টোটা ও করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই তথ্যগুলো মুছে ফেলতে চান তাও করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে একটা ১২০X১২০ পিক্সেলের বিটম্যাপ ইমেজ(BMP) তৈরী করতে হবে যা লগো হিসেবে দেখাবে। এই কাজে আপনি উইন্ডোজের বিল্টইন Paint অথবা অন্য যে কোন ইমেজ এডিটর ব্যবহার করতে পারেন। এই বিটম্যাপ ইমেজ ফাইলটির নাম অবশ্যই OEMLogo হতে হবে। এবার ফা্ইলটিকে C: -> Windows -> System32 ফোল্ডারে পেষ্ট করুন। অর্থাৎ ফাইলটির ফুল এড্রেস হবে C:\windows\system32\OEMLogo.bmp । এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. Start Menu -> Search অথবা Run এ regedit লিখে এন্টার দিন। User Access Control মেসেজ আসবে Yes দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> Windows -> CurrentVersion -> OEMInformation এ যান। যদি আপনি OEMInformation খুঁজে না পান তাহলে HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> Windows -> CurrentVersion এর উপর রাইট ক্লিক করে New -> Key তে ক্লিক করুন। এবং নাম দিন OEMInformation ।
৩. এবার OEMInformation এ ক্লিক করে ডান পাশের খালি অংশে রাইট মাউস ক্লিক করে New -> String Value তে ক্লিক করুন। নাম দিন Logo । একই ভাবে Manufacturer, Model, SupportURL, SupportHours এবং SupportPhone নামে আরো পাঁচটি String Value তৈরী করুন। খেয়াল রাখবেন নামগুলো যে রকম দেওয়া হুবহু যেন সেই রকম হয়।
৪. Logo তে ডাবল ক্লিক করুন। Value data: তে C:\windows\system32\OEMLogo.bmp লিখে OK ক্লিক করুন। এইভাবে বাকি পাঁচটিতে ও তথ্য যোগ করুন।
এবার Start Meny -> Computer এ রাইট ক্লিক -> Properties এ ক্লিক করে অথবা Winkey + Pause|Break বাটন চাপুন পরিবর্তনটা দেখতে পাবেন। এখন উল্টোটা অর্থাৎ লগো আর তথ্য যদি মুছতে চান তাহলে কি করতে হবে নিশ্চয় বুঝে গেছেন। হ্যাঁ, HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> Windows -> CurrentVersion -> OEMInformation এ গিয়ে Logo, Manufacturer, Model, SupportURL, SupportHours এবং SupportPhone মুছে দিলেই হবে। আজ এইটুকুই, পরবর্তী লেখায় Logon স্ক্রিনের ব্র্যান্ডিং কিভাবে করবেন তা শেখাব ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই: