Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

ইউএসবি (USB) ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট

যারা হিরেন বুট সিডি চালিয়েছেন তারা নিশ্চয়ই যানেন  এর কাজ কি । তবে এটি অসম্পূর্ন ছিল কারন ইউএসবি (USB) ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করা যায় না বলে তবে এখন আপনি চাইলেই ইউএসবি (USB) ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করতে পারবেন ।

প্রথমে নিচের সফট টি ডাউনলোড করুন
এর পর আনরার করুন। দুইটি পোর্টেবল সফ্টওয়ার পাবেন একটি ফরমেট করার জন্য অন্যটি বুটিং ফাইল হন্সটল করার জন্য।
প্রথমে usb format  সফ্টওয়ারটি রান করুন
তারপর চিত্রের অনুযয়ী start এ ক্লিক করুন।
প্রোগ্রামটি ক্লোজ করুন। তারপর grubinst সফ্টওয়ারটি রান করুন
তারপর চিত্রের অনুযয়ী সব কনফিগারেশন ঠিক করে ইন্সটল এ ক্লিক করুন।
এবার হিরেনবুট সিডির iso file win rar এর মাধ্যমে extract করে সবগুলো ফাইল pendrive এ কপি করুন।
কাজ শেষ। কম্পিউটারটি রিস্ট্রাট করুন।

কোন মন্তব্য নেই: