Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

--==:: RTE এটাক ::==--

RTE এটাক । এটি কিছুটা DNN এর মত । ইমেজ ফাইল আপলোড করতে হয় । গুগল ডরক ইউস করে প্রথমে ভুলনেরাবল সাইট বের করতে হবে । নিচের গুগল ডরক দিয়ে সার্চ দিন –
allinurl: “rte/my_documents/my_files”
এবার কিছু রেসাল্ট শো করবে । সেখানে যেকোনো একটি লিংক এ ক্লিক করুন ।







এবার /my_documents/my_files এবং এর পর যা কিছু থাকুক না কেন এর জায়গায় /RTE_popup_file_atch.asp লিখে এন্টার দিন ।




এবার নিচের মত একটি পেজ পাবেন । সেখানে Choose File এ ক্লিক করে আপনার HTML/JPG/PNG/GIF ফাইল টি আপলোড দিন ।



যদি কোন পপআপ আসে তাহলে ওকে করে দিবেন ।



ডান পাশে দেখুন প্রিভিও দেখাবে ওখান থেকে লিংক টা কপি করে ব্রাউজার এ রান করে দেখবেন আপনার ফাইল টিই দেখতে পাচ্ছেন । অর্থাৎ সাইট টি হ্যাক হয়েছে ।




অনেক সময় লিংক পুরোটা থাকে না অর্থাৎ শুধু my_documents/my_files/A35_bangladesh.html থাকে । তখন আপনি প্রথম যখন লিংক টি ওপেন করেছিলেন তখন my_documents/my_files/ এই রকম একটা লিংক ছিল শুধু এর পড়ে আপনার ফাইল এর নাম মানে - A35_bangladesh.html অথবা প্রিভিও উইন্ডো থেকে আপনি যে নাম কপি করেছিলেন সেটা দিয়ে এন্টার দিন । দেখবেন কাজ করেছে ।



কোন সমস্যা হলে কমেন্ট করবেন । আর যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো কাজ হবে । অনেক সাইট এ আপলোড হবে না বা বিভিন্ন সমস্যা দেখাবে । সেই সাইট গুলো এড়িয়ে যাবেন । ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই: