আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ
রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজ
আপনাদের জন্য নিয়ে এলাম একটি টিউটোরিয়াল। এটি হল উইন্ডোজ ৭ এর Password
Reset Disk তৈরি করার নিয়ম। রিসেট ডিক্স অনেকেই তৈরি করতে পারেন। কিন্তু
যারা নতুন তারা হয়ত পারেন না। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের দেখাব কীভাবে
উইন্ডোজ সেভেনে Password Reset Disk তৈরি করতে হয়।
Password
Reset Disk কি ? এটা অনেকই জানেন। তবুও হালকা বলছি। কম্পিউটারের
সিকিউরিটির কথা ভেবে আমরা আমাদের পিসিতে পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু কোন
কারণ বশতঃ যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তখন কি করবেন? মাথা হাত দিয়ে বসে
থাকবেন? তবে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে উদ্ধার করতে হয়, তা নিয়ে পরে
বলব। এখন আপনি যদি একটি Password Reset Disk তৈরি করে রাখেন, তাহলে আপনাকে
বেশি কিছু ঝামেলা করতে হবে না। শুধু ২ মিনিটের একটি কাজ করলেই চলবে। আর
এই কাজটি করতে হলে আপনাকে Password Reset Disk তৈরি করতে হবে। যারা
Password Reset Disk তৈরি করতে পারেন না, তারা আসুন। চলুন শুরু করি ….
- প্রথমে একটি ফ্লাস ড্রাইভ যেমনঃ- পেনড্রাইভ নিন।
- এবার এটি ফরম্যাট করুন।
- এবার এখানে যান Control Panel —> on Users Accounts and Family Safety —> User accounts.
- এবার বামপাশের প্যানেলের “Create a password reset disk” এ ক্লিক করুন।
- তাহলে Forgotten Password Wizard আসবে। Next করুন।
- এবার ফ্লাস ড্রাইভটি সিলেক্ট করে Next করুন।
- এবার Next করুন।
- তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
- প্রসেসিং শেষ হলে Finish এ ক্লিক করুন।
- তাহলে রিসেট ডিক্স তৈরি হয়ে যাবে।
- এখন মনে করুন। আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন।
- এখন Reset Password অপশানে ক্লিক করুন।
- তাহলে নিচের মতো আসবে। Next করুন।
- এবার ফ্লাস ড্রাইভ সিলেক্ট করে Next করুন।
- এবার প্রথম ঘরে নতুন পাসওয়ার্ড, মধ্যখানের ঘরে নতুন পাসওয়ার্ডটি আবার লেখুন, শেষের ঘরে একটা হিন্টস লিখুন।
- এবার Next করুন।
- এবার Finish বাটনে ক্লিক করে শেষ করুন।
- এবার নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- হ্যাপি কম্পিউটারিং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন