Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

Online এ থাকা যে কারো PC কে Shutdown/Restart/Logoff করুন।

বন্ধুগন, আগেই বলে নিশ্চিত অন্যায়কারীকে কেউ ভালবাসে না। অতএব জানার জন্যে জ্ঞান, অজানার জন্যে নয়। তো শুরু করছি: আপনার প্রথমে Broadband High Speed Internet Connection থাকতে হবে। এবং আপনি যার PC কে Shutdown/Restart/Logoff করবেন তার IP Address আপনার জানা থাকতে হবে যেমন কোন না কোন বন্ধুর IP Address তো অবশ্যই জানেন অথবা কোন Cyber Cafe থেকে IP Address Collect করতে পারেন।
আর যে কারো IP Address বাহির করার জন্যে ” angry ip scanner 2.41″ software টি Google থেকে search দিয়ে Free Download করে নিতে পারেন।এবং আপনি এটাও বুঝতে পারবেন ,সেকি Online এ নাকি offline এ ??
এবারকাজেরকথায়আসি:

 ==========================================
•প্রথমে———-আপনি—–run—–থেকে——-cmdযান।
•লিখুন:———–shutdown-i
•তারপর:———-Enter(click/press)
•তারপর:একটা—-dialogueBox———আসবে(RSD)
•তারপর: what do you want these computer to do >>Shutdown/Restart/Logoff(যে কোন একটি choose করুন)
•তারপর: Option থেকে (যে কোন একটি choose করুন) যেটা দেয়া আছে সেটি——————default.
•তারপর: Add এ click. And একটা dialogue Box আসবে। সেখানে IP Address টা বসান যেটি দিয়ে আপনি তার PC কে Shutdown/Restart/Logoff যে কোন একটি করতে চান। চিএটি দেখুন……………….

•সবার শেষে Comment করে ok/Enter দিন।
এখন cmd দেখুন: যদি Succeed হয় বুঝবেন তার PC আপনার দেয়া সময় অনুযায়ী Off হবে।আর তখন আপনি না চাইলে লিখুন: shutdown -a
•# আপনি নিজের PC Manually করে দেখতে পারেন।
@ check করুন cmd: shutdown -t
• এটা অনেকে জানেন। যারা জানেন না এটা তাদের জন্যে। আর কাজ ইনশাআল্লাহ হবে।প্রযোজ্য Broadband High Speed Internet Connection.
ভাল লাগলে মন্তব্য করবেন
## এটী কারোর ক্ষতির জন্য না ।just শিখে রাখা কাজে লাগতে পারে ।

আজ একটি বিষয় আপনাদের সাথে বলবো সেটি হচ্ছে আপনি যেটি পাবেন সেটি শিখে রাখুন একদিন সময় আসবে যখন আপনার এগুলো লাগবে। তখন আপনার অনুভূতি কেমন হবে ?

কোন মন্তব্য নেই: