Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

Microsoft word এ টুলবারে প্রয়োজনীয় কোন টুল সংযুক্ত করুন খুব সহজে। FONT change এখন এক click এ হবে

MICROSOFT WORD:টুলবারে অনেক প্রয়োজনীয় টুল বা আইকন থাকে। এগুলোতে ক্লিক করে আমরা দ্রুত প্রয়োজনীয় কোন নির্দেশ প্রয়োগ করতে পারি। যেমন:  বাটনে click করলে ডকুমেন্ট save হবে। পৃদর্শনের সীমাবদ্ধতা হেতু টুলবারে অনেক প্রয়োজনীয় টুল সংযুক্ত থাকে না। যেমন: আপনি যদি এক বার বাংলা একবার english type করতে যান তখন আপনার বার বার font change করতে হয়।এটা খুব সময় সাপেক্ষ তাই ২টি font toolbar এ থাকলে ভাল হয় আপনি খুব দ্রুত font change করতে পারবেন। এই রকম আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন tool toolbar এ সংযুক্ত করা থাকলে কাজ করা অনেক সহজ হয়।
আলোচিত  টুলটি যদি toolbar না থাকে তাহলে আপনি নিন্মের নিয়মে নিয়ে আসুন:-

·        Tools মেনুতে click করুন
·        Customize এ click করুন
·        Commands এ click অথবা(Alt+C চাপুন)। পর্দায় customize ডায়ালগ বক্স আসবে।
·        Catagories লেখা box এ font (শেষ থেকে ৫ নম্বরে) লেখা খুজে বের করুণ এবং click করুন।
·        দেখুন commands লেখা box এ আপনার install করা font গুলো দেখাচ্ছে।

·        যেহেতু আমরা english এবং বাংলা font toolbar এ রাখব তাই প্রথমে যেকোন English font select করি ।আমি times new roman ব্যবহার করি তাই এটা select করলাম।এবার select করা font কে mouse দিয়ে টেনে নিয়ে(drag করে)toolbar এ রাখুন।

  একই নিয়মে বাংলা font select  করে toolbar এ নিয়ে যান।আমি sutonny mj  ব্যবহার করি তাই এটা নিলাম।এবার দেখূন ২টি font ই toolbar এ আছে।আপনার যখন দরকার তখন সেই font click করুন তাহলেই হয়ে যাবে আপনাকে বার বার font খুজে বের করতে হবে না।

কোন মন্তব্য নেই: