Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

ওয়েব পেজ তৈরি করুন html দ্বারা (পর্ব ২ )

আবার আপনাদের ওয়েব পেজ এর ২য় পর্বে স্বাগতম । পূর্বের পোষ্ট যারা পড়েনি তারা পড়ে নিন এখানে
আজ আমরা শিখব কিভাবে image link করা যায় Menu তৈরি করা যায় । Notepad open করে নিচের টুকু লিখুন
<html>
<head>
<title>Second html page jpiblog.tk</title>
</head>
<body bgcolor=”green”>
<img src=”pic.jpg” height=”250px” width=”100%”>
<table width=”1000px”>
<tr bgcolor=”red”>
<table align=”left”width=”50%”  bgcolor=”#44b1f6″>
<td><a href=”#”>Home</a></td>
<td><a href=”http://www.google.com”>Search</a></td>
<td><a href=”#”>Product</a></td>
<td><a href=”http://jpiblog.tk”>Contact</a></td>
<td><a href=”#”>Feedback</a></td>
</table>
</body>
</html>


এরপর এটিকে home.html নামে save করুন । এরপর একটি folder তৈরি করে তার ভিতর একটি image দিন সেটির নাম দিবেন pic এবং ছবি টি .jpg ফরম্যাট হবে ।
অর্থাৎ folder ভিতর home.html এবং pic.jpg ফাইল দুটি থাকবে । এবার browser এ ওপেন করুন । তৈরি হয়ে গেল ।
আজ এ পর্যন্ত  আগামী পর্বে কিভাবে Layout তৈরি করা যায় সেটি দেখব । সে পর্যন্ত সাথে থাকুন ………………

কোন মন্তব্য নেই: