Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

--==যেভাবে গুগল এডভান্স সার্চ দিয়ে ইন্ডিয়ান সাইট বেড় করবেন==--

ইন্ডিয়ান সাইট বেড় করতে নিচের টিউটোরিয়াল টি লক্ষ করুন । কোন সমস্যা হলে কমেন্ট করবেন । এছাড়া ফেসবুক গ্রুপে আমাদের পেতে পারেন ।



১::.. প্রথমে http://www.google.ca/advanced_search এ যান । নিচের মত একটি পেজ পাবেন ।







২::.. এবার this exact wording or phrase: এখানে আপনার যা দরকার তা লিখুন । হ্যাকিং এর জন্য আপনি যদি কোন গুগল ডরক ব্যাবহার করেন । তবে তা লিখুন ।





৩::.. Search within a site or domain: এ আপনি কোন ডোমেইন এ সার্চ দিতে চান তা লিখুন । যদি নির্দিষ্ট কোন ডোমেইন না চান তবে এই ঘর খালি রাখুন ।



৪::.. এবার + Date, usage rights, region, and more এ ক্লিক করুন ।



৫::.. Where your keywords show up: এখানে আপনার লেখাটি ওয়েবসাইট এর কোথায় থাকলে সেটি রেসাল্ট এ দেখাবে সেটি নিরধারন করতে হবে । যেমন আমি যেই গুগল ডরক টি ব্যাবহার করেছি সেটি ওয়েবসাইট এর ইউআরএল (URL) এ দেখাবে তাই আমি in the URL of the page সিলেক্ট করেছি ।

৬::.. আপনি কোন দেশের ওয়েবসাইট খুজবেন সেটি ঠিক করতে Region: এ আপনার কাঙ্ক্ষিত দেশ সিলেক্ট করুন । আমি India সিলেক্ট করেছি ।

৭::.. Date: (how recent the page is) এখানে পেজ টি কবে তৈরি হয়েছে তার সময় । এখানে কিছু না দিলেও চলবে ।




৭::.. এবার ডান পাশে নিচে Advanced Search এ ক্লিক করুন । দেখবেন সব ইন্ডিয়ান সাইট এর রেসাল্ট এসেছে ।




কোন মন্তব্য নেই: