Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

যেভাবে ডোমেইন নিবন্ধন করবেন……..

ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য অনেক ওয়েব সাইট আছে যেখান থেকে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। তার মধ্যে দুইটি নির্ভর যোগ্য ওয়েব সাইট তুলে ধরলাম।
১/ নেমচিপ.কম
আমার জানামতে এই ওয়েব সাইতে বেশ কম দামে ডোমেইন নেয়া যায়। এবং এই ওয়েব সাইটটির সার্ভিস খুব ভালো তাই যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে ডোমেইন কোথা থেকে ভালোভাবে নেয়া যায়? আমি তাকে এই সাইতের কোথা বলি। এই সাইট থেকে মাস্টার কার্ড, ডেবিট কার্ড এর পাশাপাশি আন-ভেরিফায়েড পেপ্যাল ব্যাল্যান্স দিয়ে ডোমেইন নিতে পারবেন।
০২/ গোড্যাডি.কম (GoDaddy)
এই ওয়েব সাইট সবচেয়ে নামকরা নির্ভরযোগ্য ওয়েব সাইট তাই এই ওয়েব সাইট থেকেও আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। এই সাইট এ ডোমেইন এর দাম একটু বেশিই নেই।

যেভাবে ডোমেইন রেজিস্ট্রেশন করবেনঃ

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নেমচিপ.কম থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। নেমচিপ.কম এ প্রবেশ করুন।

 ০১) এই বক্সে আপনি যে নামে ডোমেইন নিতে চান সেই নামটি লিখুন যেমন আমি লিখলাম “Mominul”  ২) এবার সার্চ বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন যে বেশ কয়েক ধরনের ডোমেইন নেম আপনার কাছে এসে হাজির।
এই এখানে আপনি আপনার পছন্দের ডোমেইন টি নির্বাচন করতে পারবেন। এখানে বুঝতেই পারছেন যে আমার Mominul.com কে নিতে পারছি না কারন এটা আমাদের আগেই কেউ কিনে নিয়েছে। ১) আপনার পছন্দের ডোমেইন এর পাশে টিক বক্সে টিক দিন এবং ডান পাসে আপনার ডোমেইনটির মূল্য দেখতে পাবেন। ২) ডোমেইন টি ক্রয় করার জন্য নিচে Add to Cart বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।
এবার এখানে আপনার সর্বমোট কত টাকা দিতে হবে এবং ডোমেইন এর সাথে কি কি নিবেন তা আপডেট করতে পারবেন। তবে নেমচিপ প্রথম বছরের জন্যWhoisGuard ফ্রি দেই ( হুইজগার্ড এর কাজ হচ্ছে ডোমেইন এর তথ্য গোপন রাখা) তাই এটা রেখে দিতে পারেন। সব কিছু ঠিক ঠাক থাকলে CHECKOUTবাটনে ক্লিক করুন। নিচের ছবির মত আসবে।
ডোমেইন নেয়ার জন্য আপনার নেমচিপ এ একটা একাউন্ট থাকা অবশই প্রয়োজন। ১) আপনার যদি নেমচিপ এ একাউন্ট না থাকে তাহলে নিবন্ধন ফরম পূরণ করে আপনার একাউন্ট টি বানিয়ে ফেলুন। ২) আপনার যদি আগে থেকেই একাউন্ট থাকে তাহলে ইউজারনেম ও পাসোয়ার্ড দিয়ে লগইন করুন।
এখন এখানে আপনি চারটি ফরম পাবেন সবগুলো পুরন করুন। সব গুলতেই একই ঠিকানা বা আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করতে পারেন। সব ফরম গুলো পুরন হলে সব নিচে Save and Continue বাটনে ক্লিক করুন।
 
এখন যদি আপনি WhoisGuard একটিভ রাখতে চান তাহলে Enable WhoisGuard এ টিক দিন। Nameserver Settings এ Use Custom Name Servers নির্বাচন করে আপনি যে ওয়েব সাইট থেকে হোস্ট কিনতে চান সেই ওয়েব সাইত এর নেম সার্ভার এখানে বসিয়ে দিন। এবার Save and Continue বাটনে ক্লিক করুন।
এবার ডোমেইন টি ক্রয় করার জন্য আপনাকে টাকা (ডলার) পরিশোধ করতে হবে সেই জন্য আপনাকে পেইমেন্ট এর তিনটি অপশন দেয়া হবেঃ ১) Funds যদি নেমচিপ এ আপনার কোন টাকা থাকে তাহলে সেটা দিয়েও ডোমেইন কিনতে পারেন। ২) Credit Card আপনার যদি কোন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি সেই ডলার দিয়েও ডোমেইন ক্রয় করতে পারবেন। ৩) Paypal আপনার যদি পেপ্যাল এ ব্যাল্যান্স থাকে তাহলে সেই টাকা দিয়েও ডোমেইন ক্রয় করতে পারবেন। আমি প্রথমেই আলোচনা করেছি যে নেমচিপ.কম ভেরিফায়েড ও আনভেরিফায়েড পেপ্যাল সাপোর্ট করে তাই সকলের জন্য ডোমেইন কেনা খুব সহজ।

আমি এখন আপনাদের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে ডোমেইন কেনার পদ্ধতি দেখিয়ে দেবো,
ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে ডোমেইন নেয়ার জন্য Pay with Credit Card বাটনে ক্লিক করুন তাহলে নিচের মত চিত্র আসবে সেখানে আপনার ক্রেডিট কার্ড এর ইনফো দিয়ে Charge and Process বাটনে ক্লিক। হয়তো এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে।
আপনার ক্রেডিট/ডেবিট টাকা (ডলার) নেয়া হয়ে সম্পুর্ন হলে নিচের ছবির মত প্রদর্শিত হবে।
০১) ডোমেইনটি কে কার কার নামে নেয়া হয়েছে তার তথ্য এখানে প্রদর্শিত হবে।
০২) ডোমেইন টি যে কিনেছেন তার সকল তথ্য আপনি মুদ্রণ বা আপনার কম্পিউটারে সংরক্ষণ করতে পরেন।
০৩) এখানে আপনার অর্থ লেনদেনের তথ্য প্রদর্সিত হবে।
০৪) আমি কি কি দ্রব্য ক্রয় করেছেন তার তালিকা ও বিবরণ এখানে দেখতে পাবেন।

ব্যাস হয়ে গেল আপনার পছন্দের ডোমেইনটি শুধু আপনার জন্য, এই ডোমেইন এ আর কেও নজর দিতে পারবে না। এই ডোমেইনটি শুধু আপনিই কন্ট্রোল করতে পারেন।

কোন মন্তব্য নেই: