Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

ব্যবহার করুন একটি শক্তিশালী এন্টি-হ্যাকিং সফটওয়্যার


আমি এ পর্যন্ত যতগুলো হ্যাকিং এর টিউন দেখেছি তার তুলনায় এন্টি-হ্যাকিং এর টিউন খুবই কম সংখ্যক।তাই নিজেই আজ এন্টি-হ্যাকিং এর টিউন করতে বসে গেলাম।তাহলে এবার শুরু করি:
আপনি নিয়য়মিত ইন্টারনেট ব্যবহার ফায়ারওয়াল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ন।ইন্টারনেট থেকে কোন কিছু আপনার কম্পিউটারে একসেস করতে চাইলে বা আপনার কম্পিউটার হতে থেকে কোন কিছু ইন্টারনেটে একসেস করতে চাইলে ফায়ারওয়াল আপনার অনুমতি চাইবে।এছাড়া ইন্টারনেট থেকে কোন হ্যাকার আপনার কম্পিউটার হ্যাক করার চেষ্টা করলে সংক্রিয়ভাবে তা ব্লক(BLOCK)করে দেয়।
ফায়ারওয়াল(FIREWALL)সফটওয়্যারের মধ্যে চেক পয়েন্ট টেকনোলজীর ZONE ALARME INTERNET SECURITY সফটওয়্যারটি যথেষ্ট শক্তিশালী।এটি কম্পিউটারের হ্যাকিং প্রতিরোধ করতে কার্যকারী ভূমিকা পালন করে থাকে।সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে:
INSTALLকরার পদ্ধতি:
1.NEXT এ ক্লিক করুন

2.আবার NEXT এ ক্লিক করুন
3.I ACCEPT SELECT করে INSTALLএ ক্লিক করুন
4.CUSTOM INSTALLATION ADVANCED SELECT করে NEXTএ ক্লিক করুন

5.PARTICIPATE IN DEFENCE NET SELECT করেNEXTএ ক্লিক করুন

6.AUTOMATIC RECOMMANDED SELECT করে NEXTএ ক্লিক করুন

7.NEXTএ ক্লিক করুন
8.RESTART NOW এ ক্লিক করুন

SETUP দেওয়া শেষ হয়ে গেল।
ভাল লাগলে কমেন্ট করবেন।

কোন মন্তব্য নেই: