Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

অতি অল্প সময়ে ফেসবুকে অকল্পনীয় পরিমান ফ্রেন্ড বানানো এবং তা দিয়ে আয়ের কিছু পদ্ধতি - ১

আসসালামু আলাইকুম ।
আশা করি আপনারা সবাই ভালো আছেন । ইন্টারনেট ব্যাবহার করে অথচ ফেসবুকের নাম শোনেনি এমন লোক মনে হয় খুজে পাওয়া যাবে না ! অনেকে তো আবার ইন্টারনেট মাত্রই ফেসবুককে বোঝে !

আসুন ফেসবুকের বর্তমান ব্যাবহারকারীদের সংখ্যা ও অবস্হা একটু দেখে নিইঃ


#  বর্তমানে ফেসবুকের সক্রিয় ব্যাবহারকারী হলো - ৭৫০ মিলিয়ন । ৩০ % আমেরিকান এবং ৭০ %  নন-আমেরিকান ।এর মধ্যে ২৫০ মিলিয়ন লোক মোবাইলে ফেসবুক ব্যাবহার করছে ।
#  ব্যবহারকারীদের প্রত্যেকের গড়ে ১৫০ জন বন্ধু আছে ।
# প্রতিমাসে সকল ব্যাবহারকারীরা মিলে ৭০০ বিলিয়ন মিনিট ফেসবুকে ব্যায় করে থাকে ।
# ফেসবুকে বর্তমানে প্রায় ৯০০ মিলিয়ন অবজেক্ট ( পেজ,ইভেন্ট,গ্রুপ ইত্যাদি রয়েছে)

                                                          সূত্রঃ এখানে

ফেসবুককে আমরা অনেকেই কেবল অলস সময় কাটানো আর বিনোদনের মাধ্যম হিসেবেই নিয়েছি । আবার অনেকে যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যাবহার করছি । অথচ আমরা ইচ্ছে করলেই বিনোদন,অলস সময় কাটানোর পাশাপাশি ভালো পরিমান আয়ও করতে করতে পারি এখান থেকে ।
ছোট্ট একটি উদাহরন দিচ্ছি -
আমার ৮ টি আমেরিকান ফেসবুক আইডি আছে,যে গুলোর প্রত্যেকটিতেই ৫০০০ এর কাছাকাছি ফ্রেন্ড ।
গতো মাসগুলোতে আমি যতোগুলো ডোমেইন ও হোস্টিং (আ্যফিলিয়েট) সেল করছি তার বেশীরভাগ ক্রেতাই এসেছে ফেসবুক থেকে এবং আমি আশাতীত ফলাফল পেয়েছি ।

যাই হোক আয় শুরু করার আগে আপনাকে অনেক ফ্রেন্ড বানাতে হবে । তাই কম সময়ে অধিক ফ্রেন্ড বানানোর প্রক্রিয়াটা আগে বলছি ।

প্রথমে একটি একটি জিমেইল একাউন্ট খুলুন । সবচেয়ে ভালো হবে আমেরিকান কোন মেয়ের নাম ব্যাবহার করলে । নাম,ঠিকানা সহ সব ধরনের নেম খুজতে এই সাইটটির লিংকটা বুকমার্ক করে রাখুন, কারন এটা পরেও অনেক কাজে লাগবে ।
জিমেইল খোলা হয়ে গেলে আপনার দরকার হবে ইমেইল জেনারেটর বা ইমেইল এক্সট্রাকটর সফটওয়্যার ।
এই লিংক দুটোর যে কোন একটি ফলো করুন,তাহলে পেয়ে যাবেন ।
                                                  
                                                  ইমেইল জেনারেটর ১ 
                                                  ইমেইল জেনারেটর ১  


সফটওয়্যার ডাউনলোড করে স্বাভাবিক নিয়মে ইন্সটল করে, সফটওয়্যারটি অপেন করুন । এরপর এটাতে বিভিন্ন ইংরেজি নাম কিওয়ার্ড হিসেবে ব্যাবহার করে ইমেইল জেনারেট করা শুরু করুন । ভয়ের কিছু নেই পুরো ব্যাপারটা সত্যিই অনেক সহজ । একটু খেয়াল করলেই আপনি পারবেন ।সফটওয়্যারটি অটোমেটিক ভাবেই ওয়েবে ইমেইল আ্যাড্রস খুজতে থাকবে এবং অবিশাস্ব্য গতিতে ইমেইল আ্যড্রস জমা করতে থাকবে । এভাবে ১/২ ঘন্টা জেনারেট চললে হাজার হাজার ইমেইল এড্রেস এসে জমা হবে ।
এবার এগুলোকে ধৈর্যসহকারে চিত্রের মতো করে একটি এক্সেল শীটে সাজান ।
এবং CSV ফরম্যাটে সেভ করে রাখুন । মনে রাখবেন প্রতিটি শীটে কমপক্ষে ৬-৭ হাজার আ্যাড্রস সেভ করবেন । এই রকম করে অনেকগুলো এক্সেল শীট তৈরী করুন । 

এবার আপনার তৈরীকৃত জিমেইল আ্যাড্রসে লগইন করুন । উপরে বামপাশে লক্ষ্য করুন Import লেখা আছে,ওখানে ক্লিক করুন এবং আপনার তৈরী করা কমপক্ষে ৩ এক্সেল শীটটি আপলোড করুন (কারন সবগুলো ইমেইল আ্যড্রস ভ্যালিড নাও হতে পারে)

ব্যাস ! valid Contacts গুলো এখন আপনার জিমেইলে আ্যাড হয়ে গেছে ।

এবার এই জিমেইল আ্যাড্রস ব্যাবহার করে একটি ফেসবুক আইডি খুলুন । সবচেয়ে ভালো হবে আমেরিকান কোন মেয়ের নাম ব্যাবহার করলে ।(ফেক নেম ও আ্যাড্রস পেতে কিছুক্ষন আগের বুকমার্ক করা সাইটে ভিজিট করুন) এবং সুন্দর করে প্রোফাইলটা সাজান ।
এরপর Find Friend এ গিয়ে Find People Your Email Box এ যান  আপনার ইমেইল আ্যড্রস ও পাসওয়ার্ড দিন । ফেসবুক থেকে জিমেইলে রিডিরেক্ট হবে এবং আপনার অনুমতি চাইবে, কনফার্ম করুন । এরপর দেখবেন আসল ম্যাজিক শুরু হবে । জিমেইলের সব contact Address গুলো ফেসবুকে আপলোড হয়ে যাবে। ঐ সকল মেইলগুলোর মধ্য যেগুলো ফেসবুক ব্যাবহার করছে সেগুলো আলাদা শো করবে । এগুলোকে সিলেক্ট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন । এছাড়া যেগুলো ফেসবুক ব্যাবহার করছে না ওগুলোকে ফেসবুক ব্যাবহারের জন্য মেইল পাঠাতে চাইবে,এই স্টেপটি স্কিপ করাটাই হবে বুদ্ধিমানের কাজ ।

এভাবে যতদুর সম্ভব একাধিক আইডিতে ৫০০০ করে ফ্রেন্ড তৈরী করুন ।

এরপর ভালো কোন টপিক ভেবে বের করুন । এবং একটি ফ্যানপেজ তৈরী করুন । বর্তমানে সারা বিশ্বেই ফ্রিল্যান্সিং একটি হট টপিক তাই এটা নিয়েও করতে পারেন,তবে সবাইকে এক জিনিস নিয়ে ফ্যানপেজ বানতে হবে এমন কোন কথা নেই ।
আপনার ফ্রেন্ডদের আপনার ফ্যানপেজে যোগ দিতে রিকোয়েষ্ট পাঠান । অন্যান্য আইডির ফ্রেন্ডগুলোও যেন বাদ না যায় ।
এভাবে অল্প সময়ের মধ্যেই আপনার পেজের মেম্বার সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে । :)

আপনার নিজের এখন একটি শক্তিশালী মিডিয়া আছে । যা ব্যাবহার করে আপনি তড়িৎগতিতে কোন বার্তা লাখো মানুষের কাছে পৌছে দিতে পারেন ।

২য় পর্বে আয়ের টেকনিকগুলো শেয়ার করা হবে ।
ধন্যবাদ সবাইকে । ভালো থাকুন ।

কোন মন্তব্য নেই: