Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

কি ভাবে একটি পেন ড্রাইভ কে বুটেবল করতে হয়।

পেন ড্রাইভ সম্পর্কে কিছু কথাঃ
ভাল ব্র্যান্ড এর একটা পেন ড্রাইভ চয়েস করবেন ।
প্রথমে পেন ড্রাইভ টা কে ফরম্যাট করে নিতে হবে ।
আপনি যদি এক্সপি এর জন্য করতে চান ,তাহলে আপনার পেন ড্রাইভ টি ১ জি বি এবং উইন্ডোজ ৭ হলে ৪ জি বি হলে ভাল হবে ।

তো আর কথা না বলে শুরু করা যাক । প্রথমে এই লিংক থেকে ৭ এমবি-র এই ছোট সফটওয়্যার টি ডাউনলোড করে নেন । তার পর থেকে ১নং ছবির মতো করে কাজ শুরু করে দিন ।

ইন্সটল এর কোন জামেলা নাই । উপরে লাল বক্স এর মতো একটা .exe ফাইল আছে ওই টা কে ডাবল ক্লিক করেন ।তার পর যথা অনুযায়ী পরের চিত্র গুলো দেখেন । কোন পরিবর্তন করার দরকার নাই ।

এখান থেকে Advanced Mode এ ক্লিক করে ।। ২য় স্টেপ দেখেন ………

কোন পরিবর্তন করার দরকার নাই ।
এখানে দেখেন  [A] …কোন পরিবর্তন করার দরকার নাই ।যে ভাবে আছে থাকতে দেন । তার পর [B] মানে হচ্ছে আপনার ইমেজ ফাইল মানে   উইন্ডোজ সোর্স টা কোথায় সেভ করে রাখছেন … ওখান থেকে ব্রওস করেন …..[C] মানে হচ্ছে আপনার পেন ড্রাইভ টা কে সিলেক্ট করা । তার পর [D] তে ক্লিক করে রান করা শুরু করে দেন । এটা কিছু ক্ষণ টাইম নিবে । তার পর দেখবেন আপনার পেনড্রাইভ টা বুটেবল হয়ে গেছে  ..
এছাড়া আপনি অন্য একটা সিস্টেম ও করতে পারবেন ….আমি ওইটা নিয়ে ও এখন আলোচনা করাবো.
প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করে নেন ………

চিত্র এর মতো …আপনি যদি আপনি পেন ড্রাইভ কে বুটেবল করতে চান তাহলে ৩ নং অপশন টা ক্লিক করে …তার পর ব্রওস করে আপনার সোর্স ফাইল টা সিলেক্ট করেন ।তারপর Next এ ক্লিক করে স্টেপ গুলো ফলো করেন ।
আজ তাহলে এখানে শেষ করছি ……

কোন মন্তব্য নেই: