Blogger Widgets Blogger Widgets
Blogger Widgets

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

আমি একটি সাইট থেকে আর্ন করছি , আপনিও কি করতে চান?

আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।অনেকদিন পর আবার লেখালেখি শুরু করলাম।আপনাদের সাথে আজ আমি একটি আর্নিং সাইটের নাম ও কাজ করার পদ্ধতি শেয়ার করবো।সাইটটি হলো একটি ফাইল আপলোড করার সাইট এবং নামটি হলো-www.মিগাহোস্ট.com।আমি এই সাইটে গত এক থেকে দেড় মাস সামান্য কিছু কাজ করেছি।আসলে অন্যের কথা বাছবিচার না করে পিটিসিতে কাজ করে ধরা খেয়ে খেয়ে আমার মনে একটা ধারনা তৈরী হয়েছিলো-অনলাইনে এতো সহজে আর্ন করা যায়না !

তাই প্রথমদিকে এই সাইটটি যাচাই বাছাই করতে বেশ সময় ন্ষ্ট করেছি।আর ডাউনলোড লিংকগুলো কোথায় শেয়ার করবো এটা বুঝে উঠতেও ভালোই সময় লেগেছে।এখানে কাজ করে হয়তো রাতারাতি হাজার ডলার আর্ন করতে পারবো না ,তবে প্রতি সপ্তাহে যা আর্ন করতে পারবো তা একেবারে মন্দ না!

 এটা হলো এই পর্যন্ত আমি এই সাইটটি থেকে টোটাল যা আর্ন করেছি তার স্ক্রীন শট।আরো 19 ডলার পেন্ডিং আছে।এখন আমার আর্নি লেভেল বাড়ছে কারন আমি কাজ করার পদ্ধতিটা বুঝতে শুরু করেছি।
সরি,ভূমিকায় অনেক বেশী কথা বলে ফেলেছি।
এবার মূল কথায় আসি । সর্বপ্রথম এখান থেকে সাইন আপ করে নিন
আগেই বলেছি সাইটটি হলো ফাইল আপলোড এবং ডাউনলোড করার সাইট ।এখানে আপনি কমপক্ষে 3 মেগাবাইট থেকে সর্বোচ্চ 1024 মেগা সাইজের ফাইল আপলোড করতে পারবেন।ফ্রি একাউন্টে আপনি টোটাল 100 GB হোস্টিং স্পেস পাবেন।আপনার আপলোড করা ফাইল যতোবার ডাউনলোড করা হবে তার উপর নির্ভর করবে আপনার আর্নিং কতো হবো।
কোন কান্ট্রি থেকে কতটুকু সাইজের ফাইল প্রতি ১০০০ বার ডাউনলোড করা হলে আপনি কতো পাবেন দেখে নিন-
(country group এ দেখা যাচ্ছে আপনার আপলোড করা ফাইল যদি আমেরিকা,কানাডা এবং যুক্তরাজ্য থেকে ডাউনলোড করা হয় তাহলে রেট এক রকম এবং পৃথিবীর অন্য সকল দেশ থেকে ডাউনলোড করা হলে তার রেট আরেক রকম)
আমার দেখা যতোগুলো affiliate ফাইল শেয়ারিং সাইট আছে তার মধ্যে migahost এর রেট সবচাইতে ভালো । আমি যাচাই বাছাই করে দেখেছি আপনিও দেখতে পারেন।
অন্য সাইটগুলো থেকে মাত্র ৩ মেগাবাইটের একটি ফাইল যদি বাংলাদেশ থেকে ডাউনলোড করা হয় তাহলো আপনাকে দেওয়া হতো সর্বোচ্চ 1-2 ডলার!
ফাইল আপলোড করার পদ্ধতিঃ
সাইটটির হোমপেজে My account নামে একটি option দেখতে পাবেন।My account এর উপর মাউস নিয়ে গেলে একটি সাবমেনু দেখা যাবে ।ওখানে upload files এ ক্লিক করুন।
ক্লিক করার পর এরকম একটি পেজ দেখতে পাবেন ।
আপনার কম্পিউটার থেকে কোন ফাইল upload করতে চাইলে file upload সিলেক্ট করুন (ওটাই ডিফল্ট সিলেক্টেড থাকে),আর যদি অন্য কোন ওয়ব সাইট থেকে আপলোড করতে চান তাহলে remote url upload সিলেক্ট করে বক্স এর মধ্যে link টি দিয়ে upload লেখা হলুদ বাটনে ক্লিক করুন।
ফাইল আপলোড শুরু হবে , আপলোড শেষ হয়ে গেলে একটি লিংক দেখাবে ঐ লিংকটিই হলো ফাইলটির ডাউনলোড লিংক।
এবার এই লিংকটি আপনি নিজের ব্লগসহ বিভিন্ন দেশী বিদেশী ব্লগ , ফোরাম এ পোষ্ট করতে থাকুন।শুধু লিংকটি পোষ্ট করলেই কি চলবে ?অবশ্যই না । কারন কিছুটা যদি বর্ননা ফাইলটির না দেন তাহলে ভিজিটররা ডাউনলোড করতে যাবে কি বুঝে?
আপনি যতো প্রয়োজনীয় ফাইল শেয়ার করবেন এবং যতো সুন্দর করে ফাইলটি সম্পরকে লিখবেন তার উপর নির্ভর করবে কতো বেশী লোক সেটা ডাউনলোড করবে।
কি ধরনের ফাইল শেয়ার করা যাবে ?
পর্নোগ্রাফি ও ভাইরাস ছাড়া সবকিছু।
তবে লক্ষ্য রাখতে হবে ফাইলের সাইজ ৩ মেগাবাইটের কম না হয়।

মিগাহোস্টে এমন কিছু সুবিধা আছে যা অন্য সাইটে নেই--
১.অন্য সাইটের চেয়ে বেশী রেট পাওয়া যায়।
২.মিনিমাম পেআউট মাত্র ১ ডলার
৩.Alertpay তে টাকা আনা যায়।
৪.পেআউট করতে ৭ দিন সময় চাওয়া হয়।কিন্ত এর আগেই পাওয়া যায়।
৫.ভিজিটররা খুবই সহজে ফাইল ডাউনলোড করতে পারে।
ক্যাপচা পূরন,৫ মিনিট ওয়েট করা,সাইন আপ করা,সার্ভে কমপ্লিট করার দরকার হয়না।কিন্ত অন্য সাইটে এগুলো না করলে ডাউনলোড করা যায় না।
৬. ১০০% ফ্রি ডাউনলোড করা যায়।

৭. সবচাইতে আকর্ষনীয় সুবিধাটি হলো - কোন ডাউনলোড সম্পূর্ন না হলেও আপনি টাকা পাবেন।অর্থাৎ ভিজিটর যদি ডাউনলোড শুরু করে কোন কারনে ক্যান্সেলও করে দেয় তবুও আপনি টাকা পাবেন।


সাইটটির সাথে প্রতারনামূলক কিছু করলে পেমেন্ট ক্যান্সেল সহ আইডি ব্যান হতে পারে।
আপনি যে Alertpay আইডিতে payout করতে চান তা অবশ্যই varified হতে হবে। phone varified হলেও চলবে।

লেখার কোথাও কোন কিছু অস্পষ্ট মনে হলে বলতে দ্বিধা করবেন না।
আমাকে মেইল করুন (rashed_1996@ymail.com) অথবা কমেন্ট করতে পারেন ।
।।আল্লাহ হাফেজ।।

কোন মন্তব্য নেই: