আপনি যদি কম্পিউটারে অপারেটিং সিষ্টেম উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তবে এই
সুবিধা পাবেন। ধরুন আপনি আপনার কম্পিউটারে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ একত্রে
করছেন। কিছু সময়ের জন্য আপনি হয়তো বাইরে যেতে চাচ্ছেন। এ অবস্থায় হয়তো
সব প্রোগ্রাম ক্লোজ করে পরে আবার কম্পিউটার চালু করে সব প্রোগ্রাম রান
করাটা আপনার জন্য অনেক ঝামেলার। আপনার প্রোগ্রামগুলো রান করা রেখেই পিসি
লক করে রাখতে পারেন খুব সহজে। তবে আপনি অপারেটিং সিস্টেম এক্সপিতে যে ইউজার
অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাতে পাসওর্য়াড দিয়ে রাখতে হবে। পাসওয়াড দেওয়া
না থাকলে Start -> settings -> control panel -> user accounts এ
গিয়ে পার্সওয়াড সেট করুন। পিসি সাময়িক ভাবে লক করার জন্য উইন্ডোস কী টি
চেপে L প্রেস করুন। বাইরে থেকে এসে আপনার ইউজার অ্যাকাউন্টের ওপর ক্লিক
করুন এবং পাসওর্য়াড দিয়ে পিসিতে লগইন করে আগের রান কাজ গুলো শুরু করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন